Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / জাতীয় / শেখ হাসিনার মামলায় মামুনের জেরা শেষ, ৮ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু হবে - Chief TV

শেখ হাসিনার মামলায় মামুনের জেরা শেষ, ৮ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু হবে - Chief TV

2025-09-04  সম্পাদক  33 views
শেখ হাসিনার মামলায় মামুনের জেরা শেষ, ৮ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু হবে - Chief TV

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল-১-এর সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এদিন বেলা সাড়ে ১১টার পর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে, যিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করেন। দুপুর সোয়া ১টার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আড়াইটা থেকে জেরা পুনরায় শুরু হয় এবং বিকেল প্রায় ৫টা পর্যন্ত চলে। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ ও ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন চৌধুরী মামুন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আংশিকভাবে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

জবানবন্দিতে রাজসাক্ষী মামুন আওয়ামী লীগ শাসনামলে পুলিশের রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে এবং নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চৌধুরী মামুনসহ এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ জুলাই-আগস্টে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা, এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়। 


Share: