Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আকিবের আপত্তিকর ভিডিও ফাঁস! - Chief TV

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আকিবের আপত্তিকর ভিডিও ফাঁস! - Chief TV

2025-12-07  ডেস্ক রিপোর্ট  712 views
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আকিবের আপত্তিকর ভিডিও ফাঁস! - Chief TV

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর সঙ্গে ভিডিওটির সম্পৃক্ততার অভিযোগ উঠলেও সেটি যে এখনো যাচাই–বাছাই হয়নি, তা জানিয়েছে সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া ব্যক্তি হলেন, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রেদওয়ানুল ইসলাম আকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া সভাপতি প্রার্থী রেদওয়ানুল ইসলাম আকিব বিষয়টিকে সম্পূর্ণ “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” হিসেবে দাবি করেছেন।

তিনি বলেন,“আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নেব।”

এদিকে জেলা ছাত্রদলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“ঘটনাটি সংগঠনের নজরে এসেছে। নির্বাচনের আগে এমন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া উদ্বেগজনক।

অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সংগঠন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”নেতারা মনে করছেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় যেকোনো অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সংগঠনের সামগ্রিক ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলতে পারে।

এ বিষয়ে এখনো জেলা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তদন্ত ও যাচাই–বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।


Share: