
ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছে।
ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচ সদস্যের একটি চীনা মেডিকেল টিম ঢাকায় আসছে। দলে থাকবেন দগ্ধ রোগী চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা। তারা ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেবেন।
চীনা দূতাবাস আরও জানায়, এর আগে বৃহস্পতিবার সকালেই চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানে আহত রোগীদের অবস্থা মূল্যায়ন, চিকিৎসা পরিকল্পনা এবং সার্জিক্যাল দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন দুই দেশের চিকিৎসকরা। আলোচনায় বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ ও শিশু শ্বাসযন্ত্র চিকিৎসার চীনা বিশেষজ্ঞরা অংশ নেন।
উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসে ভারতীয় একটি তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম। একইদিন, সিঙ্গাপুর থেকেও তিন সদস্যের একটি চিকিৎসক দল ঢাকায় পৌঁছে।
প্রসঙ্গত, দুর্ঘটনার পরদিন ২২ জুলাই প্রথম আন্তর্জাতিকভাবে সাড়া দিয়ে ঢাকায় আসেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।
এদিকে, জাপান সরকারও দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।