Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / আঞ্চলিক / পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম কে প্রত্যাহার - Chief TV

পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম কে প্রত্যাহার - Chief TV

2025-10-28  মাহাবুল ইসলাম, গাজিপুর প্রতিনিধি  55 views
পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম কে প্রত্যাহার - Chief TV

২৮ অক্টোবর মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন ভূইয়া সাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জি এম পি লাইন ও আর এ যুক্ত করা হয়েছে।

এর আগে বাংলাদেশ জামায়েয়ে ইসলামী আমীর ডা.শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।

সেই বিতর্কিত ফেসবুক কমেন্টে আমিরুল ইসলাম লিখেছিলেন, বাংলাদেশে জামায়েতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা এ দেশে রাজনীতি করতে পারবে কি না তার জন্য গণভোট প্রয়োজন আছে।

কমেন্টটি ভাইরাল হওয়ার পর পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড মোহাম্মদ শামীম হোসেন মৃধা  ২০/১০/২৫ তারিখে জি এম পি তে একটি লিখিত অভিযোগ  করেন।

এ নিয়ে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম গুলোতে খবর প্রকাশিত হলে তদন্ত কমিটি গঠন করে জি এম পি , এর পর পর  ই আসে প্রত্যাহের খবর।


Share: