টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি(TISI)-এর উদ্যোগে TISI-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ০৬ (ছয়) টি টেকনোলজিতে ভর্তিকৃত মোট ২৫০ জন শিক্ষার্থীদের হাতে ফ্রি বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উদ্যোগে পুরো ক্যাম্পাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টর (IES) পরিচালিত শিক্ষা ডোমেইনের, ডোমেইন প্রধান ও যুগ্ম পরিচালক জনাব, মো: আলমগীর হোসেন আলম।
আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ- টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (TISI) ইঞ্জি: মো: ওবায়দুল্লাহ আল মাহমুদ, অধ্যক্ষ-টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল(TFAUMCH) জনাব, মো: শাহজালাল। এছাড়াও শিক্ষার্থীসহ সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি মহোদয় তার বক্তব্যের মাধ্যেমে সকল টেকনোলজির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন কামনা এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অভিন্দন জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য পেশ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।