Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / আঞ্চলিক / ধুনটে সেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও খাবার বিতরণ - Chief TV

ধুনটে সেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও খাবার বিতরণ - Chief TV

2025-09-26  সম্পাদক  383 views
ধুনটে সেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও খাবার বিতরণ - Chief TV

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আহমেদ দোয়েল এর ব্যক্তিগত উদ্যোগে মথুরাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে বৃক্ষরোপণ শেষে হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারে গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।
 

img-20250926-wa0001.jpg

এসময় মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, জিএমসি ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর রহমান, মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, মথুরাপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম হোসেন সবুজ, রানা সিদ্দিকু, ছাত্রদল নেতা আলহাম আলী, মাহমুদুল হোসেন মাফিসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


Share: