Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / তথ্যপ্রযুক্তি / ফোনের ছবিতেও নজর দিচ্ছে ফেসবুক - Chief TV

ফোনের ছবিতেও নজর দিচ্ছে ফেসবুক - Chief TV

2025-10-27  তথ্যপ্রযুক্তি ডেস্ক  40 views
ফোনের ছবিতেও নজর দিচ্ছে ফেসবুক - Chief TV

ফেসবুক এখন এমন একটি নতুন ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীর মোবাইল ফোনে থাকা, কিন্তু শেয়ার না করা ছবিগুলোর ওপর নজর রাখবে। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে নিজেদের সম্মতি সাপেক্ষে ফেসবুক থেকে সাজেশন পেতে পারবেন। সম্মতি দিলে, এআই ব্যবহারকারীর ছবিগুলো বিশ্লেষণ করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের মতো পরামর্শ দেবে।

কিভাবে কাজ করে:
ব্যবহারকারীর সামনে প্রথমে একটি বার্তা দেখানো হবে, যেখানে লেখা থাকবে, “আপনার গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা পেতে ক্লাউড প্রক্রিয়ায় সম্মতি দিন।” সম্মতি দিলে, ফোনের ছবি নিয়মিতভাবে ফেসবুকের ক্লাউড সার্ভারে পাঠানো হবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে ব্যবহারকারীকে পোস্ট বা সম্পাদনার পরামর্শ দেবে।

মেটা জানিয়েছে, এই ছবিগুলো বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার হবে না, তবে ব্যবহারকারী ছবি সম্পাদনা বা শেয়ার করলে তা এআই সিস্টেম উন্নয়নে কাজে লাগতে পারে।

মেটার নীতিমতে, ব্যবহারকারী অনুমতি দিলে ছবির মুখ, ব্যক্তি, বস্তু এবং সময়–তারিখ বিশ্লেষণ করা হতে পারে। এর ভিত্তিতে ছবির বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন, পরিবর্তন বা নতুন ছবি তৈরি করা সম্ভব। অর্থাৎ, ব্যবহারকারী ছবি শেয়ার না করলেও এআই তার জীবনযাত্রা, সম্পর্ক ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে ফেসবুকের এআই ব্যবহারকারীদের আচরণ ও রুচি-পছন্দের বিশাল তথ্যভাণ্ডার তৈরি করতে পারবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সাহায্য করবে।

এর আগে মেটা জানিয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তারা এআই প্রশিক্ষণে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পেরেছিলেন।


Share: