Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / আকাশেই বিপদ সংকেত, জীবন রক্ষা করে ফিরে এল বাংলাদেশ বিমান - Chief TV

আকাশেই বিপদ সংকেত, জীবন রক্ষা করে ফিরে এল বাংলাদেশ বিমান - Chief TV

2025-07-28  সম্পাদক  72 views
আকাশেই বিপদ সংকেত, জীবন রক্ষা করে ফিরে এল বাংলাদেশ বিমান - Chief TV

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫:

ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের এক ঘণ্টার মাথায় ঢাকায় ফিরে এসেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই)। বিকেল সাড়ে ৩টার দিকে বিজি-৩৪৯ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে প্রায় এক ঘণ্টা ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, ফ্লাইটটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল, যার যাত্রী ধারণক্ষমতা প্রায় ৪৫০ জন। ওই ফ্লাইটেও যাত্রী সংখ্যা ছিল প্রায় পূর্ণ।

উড্ডয়নের পর ককপিটে কেবিন প্রেশার সংক্রান্ত একটি সতর্ক সংকেত পেয়ে পাইলট সতর্কতা অবলম্বন করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, "উড়োজাহাজের কেবিন প্রেশার সিস্টেমে একটি বিপদ সংকেত পাওয়া যায়। কোনো ঝুঁকি না নিয়ে বৈমানিক ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনেন।"

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের অন্য একটি উড়োজাহাজে করে ইতোমধ্যে দাম্মামে পাঠানো হয়েছে। ফেরত আসা উড়োজাহাজটি বিমানের প্রকৌশল বিভাগ পরীক্ষা করেছে এবং সবকিছু ঠিক থাকায় সেটি রাতেই অন্য একটি ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে।


Share: