Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / আঞ্চলিক / বগুড়ার তালুকদারপাড়ায় ধানক্ষেতে মিললো জহুরুলের মরদেহ- Chief TV

বগুড়ার তালুকদারপাড়ায় ধানক্ষেতে মিললো জহুরুলের মরদেহ- Chief TV

2025-11-04  সম্পাদক  31 views
বগুড়ার তালুকদারপাড়ায় ধানক্ষেতে  মিললো জহুরুলের মরদেহ- Chief TV

মেশকাত উল ইসলাম (প্রিন্স), স্টাফ রিপোর্টার:

বগুড়া হাজেরা দিঘীর তালুকদার পাড়া গ্রামে ভোরবেলায় ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যাক্তির নাম মো: জহুরুল ইসলাম। তিনি তালুকদারপাড়ার জামাই এবং সেই একই এলাকায় তার নানির বাড়ি। তার শ্বশুরের নাম সাহিনুর ও স্ত্রীর নাম সাম্মা। তার মোট দুইটি সন্তান রয়েছে।

গতকাল রাতে ফোন এলে বাড়ি থেকে বেরিয়ে যায় জহুরুল ইসলাম। পরে ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। আজ ভোরবেলা ধান ক্ষেতে তার মৃত দেহ পাওয়া যায়। স্থানীয়রা জানান তিনি ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ ছিলেন।কারো সাথে কোনো শত্রুতাও ছিলোনা তার।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। শেষ খবর পাওয়ার পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।


Share: