Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / রাজনীতি / মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা- Chief TV

মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা- Chief TV

2025-11-04  ডেস্ক রিপোর্ট  24 views
মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা- Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই তালিকায় ছিল না দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা বলেন,

“আমার মনোনয়ন আপাতত *অন হোল্ড* অবস্থায় রয়েছে। এখনও অনেক আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে— সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”

তিনি আরও বলেন,

“প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।”

বিএনপির এই নেত্রী জানান,

“১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। সে কারণেই ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।”

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন,

“বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।”

নারী প্রার্থীর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন,

“যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব।”


Share: