Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / আঞ্চলিক / ভাড়া নিয়ে দ্বন্দ্বে মালিকের বাড়িতে বোমা নিক্ষেপ- Chief TV

ভাড়া নিয়ে দ্বন্দ্বে মালিকের বাড়িতে বোমা নিক্ষেপ- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  22 views
ভাড়া নিয়ে দ্বন্দ্বে মালিকের বাড়িতে বোমা নিক্ষেপ- Chief TV

নারায়ণগঞ্জের ফতুল্লায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। রবিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বাড়ির মালিক শাহজালালকে দোকান ছেড়ে দেওয়ার কথা জানান ভাড়াটিয়া হাসিনা বেগম। এ সময় তিনি নিজের জামানতের ৭০ হাজার টাকা ফেরত চান।

বাড়িওয়ালা জামানতের টাকা ফেরত দিতে দশ দিন সময় চাইলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

বোমা হামলা ও ভাঙচুর

তবে দুই দিন পর, রবিবার দুপুরে হাসিনা বেগমের ভাই আলমগীর ও মিঠু গলাচিপা এলাকা থেকে ১৫–২০ জন বহিরাগত নিয়ে এসে মাসদাইর বাজার এলাকায় শাহজালালের বাড়ির সামনে কয়েকটি চকোলেটবোমার বিস্ফোরণ ঘটায় এবং বাড়িতে ভাঙচুর চালায়।

আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত চকোলেটবোমা উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান,

“ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫–২০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। 


Share: