Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / বিনোদন / ডনের সঙ্গে সালমান শাহ'র স্ত্রী সামিরার অন্তরঙ্গ ছবি, যা জানা গেল - Chief TV

ডনের সঙ্গে সালমান শাহ'র স্ত্রী সামিরার অন্তরঙ্গ ছবি, যা জানা গেল - Chief TV

2025-10-27  বিনোদন ডেস্ক  55 views
ডনের সঙ্গে সালমান শাহ'র স্ত্রী সামিরার অন্তরঙ্গ ছবি, যা জানা গেল - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি নব্বইয়ের দশকে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর প্রাথমিকভাবে একে আত্মহত্যা হিসেবে ধরা হলেও, পরিবার শুরু থেকেই দাবি করে আসছে— এটি একটি খুনের ঘটনা।

দীর্ঘ ২৯ বছর পর আবারও সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় করা এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।

সম্প্রতি সালমান শাহের মৃত্যু রহস্য আবারও আলোচনায় আসে, যখন সামাজিক মাধ্যমে সামিরা ও ডনকে ঘিরে একটি পুরোনো ছবি ভাইরাল হয়। ছবিটি ‘অপরাধ চক্র’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত পুরোনো প্রতিবেদনের অংশ, যেখানে সালমানের মৃত্যুর পেছনে ‘ডিভোর্স’ ইস্যুর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়েছিল।

তবে বিষয়টি নিয়ে সামিরা হক দাবি করেছেন, ছবিতে যাকে তাঁর সঙ্গে বলে মনে করা হচ্ছে, সেটি তিনি নন। তাঁর ভাষায়,

“ওটা ‘আশা ভালোবাসা’ ছবির শুটিংয়ের সময়কার ছবি। ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে আমি নই— সে নায়িকা সাবরিনা। সালমান মজা করে ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটা তুলেছিল। এরপর ডন সে ছবি চাইতে গিয়ে সালমানের পেছনে কয়েকদিন ঘুরেছিল।”

সামিরা আরও বলেন,

“সালমান শাহ সম্পর্কে সবার ভালোবাসা আমি সম্মান করি। ইমন (সালমান) আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। তাই যাচাই-বাছাই না করে আমাকে দোষারোপ করবেন না, দয়া করে।”

সালমান শাহের মৃত্যু এখনো ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি, যা প্রায় তিন দশক পরও নতুন মোড় নিচ্ছে।


Share: