
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পরে নতুন পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা, হিতৈষী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু, কলেজ হিতৈষী ডাক্তার আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক রেজাউল করিম।
পরে কলেজ পরিচালনার জন্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। # (ছবি আছে)
মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ