Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / কাউনিয়ার জমি নিয়ে বিরোধ, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু - Chief TV

কাউনিয়ার জমি নিয়ে বিরোধ, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু - Chief TV

2025-07-31  সম্পাদক  46 views
কাউনিয়ার জমি নিয়ে বিরোধ, হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু - Chief TV

মো আব্দুল্লাহ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের বিনোদ মাঝি গ্রামে চাচার সাথে ভাতিজার জমি বন্ধক  দেওয়া নেওয়া কে কেন্দ্র করে বিরোধের জের ধরে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) গুরুতর আহত হয়। পরে আটদিন  চিকিৎসাধীন থাকা অবস্থায় সে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিনোদন মাঝি গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের পুত্র মহির উদ্দিনের সাথে জমি বন্ধক দেওয়া নেওয়া কে কেন্দ্র করে  ভাই জহুরুল হকের পুত্র ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) এর বিরোধ হয়। ঘটনার দিন ২৩ শে জুলাই জমি বন্ধক  দেওয়া নেওয়া  কে কেন্দ্র করে  ভাতিজার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে পরদিন ২৪ জুলাই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বুধবার সকালে মারা যায়।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন নিহত হুমায়ুন আহমেদের মাতা ও ভাই সাথে যোগাযোগ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে এসে দাফনের পর তারা মামলা দায়ের করবেন।


Share: