Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / বিনোদন / নারীকে কেবল কামনার বস্তু হিসেবে দেখানো হয়েছে - জয়া আহসান - Chief TV

নারীকে কেবল কামনার বস্তু হিসেবে দেখানো হয়েছে - জয়া আহসান - Chief TV

2025-07-30  সম্পাদক  46 views
নারীকে কেবল কামনার বস্তু হিসেবে দেখানো হয়েছে - জয়া আহসান - Chief TV

মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র সিনেসা, যা পরিচালনা করেছেন সুমন মুখার্জি। ছবিতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

ছবির মুক্তির আগে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সুমন মুখার্জি ও ছবির অভিনয়শিল্পীরা। আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।

সভায় পরিচালক সুমন বলেন, “আমি চিত্রনাট্যের দিকটিই বেশি তুলে ধরেছি। উপন্যাসটি নিয়ে ইতোমধ্যে বহু আলোচনা হয়েছে। 'শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম' — এই সংলাপ নিয়ে বহু লেখালিখিও হয়েছে। তবে এটি শশীর বক্তব্য, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের নিজের দৃষ্টিভঙ্গি — উপন্যাসে সেটা স্পষ্ট নয়। চিত্রনাট্যে আমরা তা পরিষ্কার করে তুলে ধরেছি।”

আলোচনায় হালকা সবুজ কুর্তি ও সাদা পাজামা পরে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান। তাকে প্রশ্ন করা হয়, তিনি নিজে কুসুমের মতো কি না?

জয়া বলেন, “সমাজে নারীকে সবসময় কামনার বস্তু হিসেবেই উপস্থাপন করা হয়েছে। কিন্তু কুসুম নিজের কামনা ও চাওয়া লুকায় না। সে নিজেকে পুরোপুরি প্রকাশ করে। তার শরীর, মন ও আত্মা একসূত্রে গাঁথা — যেটা শশীর ক্ষেত্রে নেই। এই দিক থেকেই কুসুম আলাদা।”

তিনি আরও বলেন, “কুসুমের মধ্যে কোনো রকম জড়তা নেই। আমাদের অধিকাংশের মধ্যেই একটা সীমারেখা কাজ করে, কিন্তু কুসুমের মধ্যে তা নেই বলেই সে এতটা স্বাধীনচেতা ও আধুনিক। আমি নিজেও কুসুমের মতো হয়ে উঠতে পারব না। গ্রামীণ বাউলদের মতো তার শরীর, মন, আত্মা একাকার হয়ে গেছে। যা ভাঙে, সেটাই হয়ত একদিন বিশ্বব্রহ্মাণ্ডকে বদলে দেয়।”


Share: