
নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর এবার টি-টোয়েন্টিতেও চূড়ান্ত ব্যর্থতা দেখাল ওয়েস্ট ইন্ডিজ। সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি ক্যারিবীয়রা। সবকটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া গড়েছে ইতিহাস—যা টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটল।
এর আগে ২০২০ সালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। সেই সফরে ভারত নাটকীয়ভাবে দুটি ম্যাচ সুপার ওভারে জিতে ইতিহাস গড়েছিল। এবার সেই কীর্তিতে অস্ট্রেলিয়াও যুক্ত হলো। পাঁচ ম্যাচেই জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে পুরোপুরি লজ্জায় ফেলেছে তারা।
টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সফর শেষ হয়েছে ৮–০ ব্যবধানে। বিদেশের মাটিতে কোনো সিরিজে ম্যাচ না হেরে সর্বোচ্চ জয়ের তালিকায় এখন অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাশে অবস্থান করছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে সব ফরম্যাটে স্বাগতিকদের ৯–০ ব্যবধানে হারিয়ে শীর্ষে রয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার এই সাফল্যের আগে ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে তারা ৯ ম্যাচের মধ্যে ৮টি জিতেছিল, একটি ম্যাচ ড্র হয়েছিল। আবার ১৯৮৩ সালে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজও একইভাবে ১১ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল, বাকি তিনটি ড্র হয়েছিল।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার সেন্ট কিটসে অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৭০ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ৩ উইকেট হারিয়ে এবং ১৮ বল হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে। এর আগে সিরিজের প্রথম চার ম্যাচে তারা যথাক্রমে ৩ উইকেট, ৮ উইকেট, ৬ উইকেট ও ৩ উইকেটে জয় পেয়েছিল।
অস্ট্রেলিয়ার এই সাফল্য শুধুমাত্র ক্যারিবীয় সফরের নয়—এটি তাদের ক্রিকেট ইতিহাসেও গর্ব করার মতো এক অধ্যায়।