Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিজ বাড়িতে নৃশং'সভাবে হ'ত্যা - Chief TV

পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিজ বাড়িতে নৃশং'সভাবে হ'ত্যা - Chief TV

2025-08-02  সম্পাদক  57 views
পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিজ বাড়িতে নৃশং'সভাবে হ'ত্যা - Chief TV

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ থানার ২নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভীমশহরের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি একাই বাড়িতে থাকতেন। তার একমাত্র কন্যা বিবাহিত এবং স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। জানা গেছে, গত ৩১ জুলাই রাতে নিহত গৃহবধূর সঙ্গে তার স্বামীর সর্বশেষ কথা হয়। এরপর ১ আগস্ট সারাদিন বহুবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় রাত আনুমানিক বারোটার দিকে প্রবাসী স্বামী পাশের বাড়ির একজনকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন।

পাশের বাড়ির ওই ব্যক্তি গৃহবধূকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহে গেটের তালা ভেঙে ঘরে ঢোকেন। পরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ থানার কর্মকর্তা এবং ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


Share: