Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / বিনোদন / প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয় - সুস্মিতা চ্যাটার্জী Chief - TV

প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয় - সুস্মিতা চ্যাটার্জী Chief - TV

2025-07-28  সম্পাদক  74 views
প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয় - সুস্মিতা চ্যাটার্জী Chief - TV

বিনোদন ডেস্কঃ
টলিপাড়ায় এখন সবচেয়ে আলোচিত গুঞ্জন— সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের মধ্যে কি প্রেম চলছে? সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হওয়া, তার পর ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদ্‌যাপন পার্টিতে আবারও একসঙ্গে দেখা— সব মিলিয়ে সম্পর্কের জল্পনা ঘিরে আরও জোরালো হয়েছে চর্চা।

এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। জানালেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বলাই তার নীতি।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “সৃজিত আমার খুব ভালো বন্ধু, কাছের একজন। কিন্তু কেউ যদি এতে অন্য মানে খুঁজে নেন, সেটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। যদি সত্যিই আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াতাম, তাহলে সেটাকে গোপন রাখতাম— ঢাকঢোল পিটিয়ে প্রচার করতাম না।”

prem-bzktigt-seta-gopn-rakhte-hy-susmita-czatarji-1-chief-tv.jpg

ছবিঃ সুস্মিতার ফেসবুক থেকে।

তিনি আরও বলেন, “একটা সম্পর্ক গড়ে উঠলে সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বন্ধুত্বের মধ্যে তো কোনও লুকোচুরির দরকার নেই।”

প্রসঙ্গত, পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের সময় থেকেই সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু। সেই সময়কার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা। এরপর ‘মৃগয়া’ ছবির পার্টিতে তাদের হাস্যোজ্জ্বল মুহূর্ত, খুনসুটি ও আড্ডার ভিডিও ভাইরাল হলে সম্পর্কের গুঞ্জন তুঙ্গে ওঠে।

তবে সেই সব জল্পনায় জল ঢেলে সুস্মিতা বলেন, “আমার আগের একটি সম্পর্কে আড়াই-তিন বছর ছিলাম। সে ইন্ডাস্ট্রির কেউ ছিল না, কিন্তু কখনও কি আমি সেই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এসেছিলাম? কখনও কি ছবি দিয়েছি? কারণ সেটা ছিল প্রেম— আমার একান্ত নিজের বিষয়।”

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “সৃজিতের সঙ্গে যদি প্রেম হতো, সেটা গোপনই থাকত। তবে বন্ধুত্ব থাকলে সেটা লুকোবার কিছু নেই। ভালো বন্ধুত্ব দোষের নয়।”

বর্তমানে ক্যারিয়ার নিয়েই তার সব ভাবনা। অভিনেত্রী বলেন, “আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। কিন্তু ভালোবাসা থেকে এই পেশায় এসেছি। অনেক সংগ্রাম করছি। এখন শরমন জোশীর সঙ্গে একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি— সেটা নিয়ে কেউ কিছু বলছে না, সবাই কেবল গসিপ খুঁজছে।”

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। এর আগে তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক অভিনেত্রীর। অন্যদিকে, স্ত্রী মিথিলার সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন নিয়েও নানা আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে সুস্মিতার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতা নিয়ে টলিউডে যেন নতুন করে আগুন লেগেছে।


Share: