
মো জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া বাজারে অবস্থিত দারুল উলূম হাফিজিয়া কওমী অ্যান্ড কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আবু সাঈদ ফকির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার আলো ছড়ায় না, পাশাপাশি নৈতিক মূল্যবোধ এবং শিশুদের শৈশবকাল থেকেই আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার আওতায় আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত দাতা সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও গণঅধিকার পরিষদ জিওপি সিরাজগঞ্জ জেলা শাখার কার্যকারী সদস্য জনাব মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, “এই ধরনের প্রতিষ্ঠানসমূহ জাতি গঠনের অন্যতম ভিত্তি। শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে তোলা সময়ের দাবি। আমরা এই মাদ্রাসার উন্নয়নে সবসময় পাশে থাকতে প্রস্তুত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং মাদ্রাসা পরিচালনায় স্বচ্ছতা ও দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।