
ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের মর্মান্তিক প্রাণহানিতে শোকস্তব্ধ গোটা দেশ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক— যাদের বেশিরভাগই শিশু। জাতি যখন collectively শোকাচ্ছন্ন, তখনও থেমে নেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, দোষারোপ আর ‘অনলাইন ট্রায়াল’।
ঘটনার পরপরই বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মনগড়া বিশ্লেষণ, অনুমান আর তীব্র সমালোচনার ঢেউ। এই ধরনের অপতৎপরতা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন—
“ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।”
তিনি আরও বলেন—
“আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।”
‘অনলাইন ট্রায়াল’ প্রসঙ্গে এই অভিনেত্রী লিখেছেন—
“এই নির্মমতা শুধু একজন মানুষকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম!”
প্রসঙ্গত, গত ২২ জুলাই (সোমবার) দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। রাজধানীর উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ চলাকালীন একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এলেও, পাশাপাশি গুজব ও অপপ্রচারের জেরে দুর্ঘটনার শিকার পরিবারগুলো নতুন করে মানসিক চাপে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগের মুহূর্তে মানবিক আচরণ ও সংবেদনশীলতা আরও বেশি প্রয়োজন— কারণ একেকটি পোস্ট, একেকটি মন্তব্য কোনো একজন বা একটি পরিবারের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।