Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / আঞ্চলিক / সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার- Chief TV

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  29 views
সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার- Chief TV

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার করা একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানা-পুলিশ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির ওই হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা ট্রেনে সিলেট থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। স্টেশনে নামার পর পথ হারিয়ে ফেলে এবং পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, গত ছয় দিন ধরে ওই শিশুরা ওই এলাকায় একটি হোটেলে ‘হোটেল বয়ের’ কাজ করছিল। উদ্ধার অভিযানের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে।


Share: