
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র হাওয়া-তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করলেও এরপর চলচ্চিত্র জগৎ থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সখী রঙ্গমালা নামে একটি ঐতিহাসিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফিরছেন এই অভিনেত্রী।
সখী রঙ্গমালা নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক শাহীন আখতারের একই নামের উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করছেন চন্দ্রাবতী কথা খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রের গল্প। সরকারি অনুদানে নির্মিত এই ছবির ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, আর বাকি কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের শেষ দিকে।
তুষির পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু। ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সাহিত্যনির্ভর ঐতিহাসিক ছবিটি ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
নাজিফা তুষির অভিনয়ে ফেরার খবরে সিনেপ্রেমীদের মধ্যে দেখা গেছে নতুন উচ্ছ্বাস। তার ‘রঙ্গমালা’ রূপে আত্মপ্রকাশ ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।