
স্পোর্টস ডেস্কঃ
২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের মতো পেসারদের নিয়ে কাজ করার দায়িত্ব পান অ্যাডামস। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করার পর তাকে ছাড়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। খেলোয়াড়ি জীবনে টেইট ছিলেন গতিময় বোলার হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্যও ছিলেন তিনি।
পেশাদার কোচিং ক্যারিয়ারেও রয়েছে অভিজ্ঞতা। ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪–২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি, যার অধীনে রানারআপ হয় দলটি। কোচ হিসেবে তার পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট, বিশেষ করে তরুণ পেসার হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের উন্নতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
সবকিছু ঠিক থাকলে, বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে খুব শিগগিরই টেইটের নাম ঘোষণা করা হতে পারে।