Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / আঞ্চলিক / বদলগাছিতে রাস্তার পাশে পতিত জমিতে শীতকালীন ফসল চাষে কৃষকদের সাফল্য! - Chief TV

বদলগাছিতে রাস্তার পাশে পতিত জমিতে শীতকালীন ফসল চাষে কৃষকদের সাফল্য! - Chief TV

2025-10-17  বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি:  56 views
বদলগাছিতে রাস্তার পাশে পতিত জমিতে শীতকালীন ফসল চাষে কৃষকদের সাফল্য! - Chief TV

নওগাঁর বদলগাছি উপজেলার বিভিন্ন  ইউনিয়নে রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। এ সকল অব্যবহৃত-পরিত্যাক্ত জমিতে এবারও চাষ করা হচ্ছে হলুদ, আদা, মসুর ডাল, তিল ও শিমসহ নানা ধরনের ফসল।

দিগন্ত জুড়ে ছুটে চলেছে আঁকাবাঁকা দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক -আর সেই গ্রামীণ সড়কের দুপাশে হাতছানি দিচ্ছে সবুজের সমারোহ। সড়কের দুই পাশে পতিত জমিতে চাষ  হচ্ছে শীতকালীন নানা ধরণের সবজি। আর এসব ফসল দূর থেকে দেখলে যে কারও মনে হতে পারে এ যেন পিচ ঢালা পথে সবুজের গালিচা ।

উপজেলার কোলা- আধাইপুর ,মথুরাপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কে এখন শোভা পাচ্ছে কৃষকের লাগানো সবজি হলুদ, আদা, মসুর ডাল, তিল,শিমসহ নানা ধরনের ফসল। আর সড়কের পাশে বাতাসে দোলা ফসলের সবুজ কচি পাতা যেন জানান দেয় কৃষকের সফলতার গল্প ।

স্থানীয় কৃষক দুলাল,অমেশ ,আতাউর    জানান, রাস্তার ধারে অব্যবহৃত জমিতে এসব ফসল চাষ করতে যেমন বেশি সার কিংবা কীটনাশকের প্রয়োজন পড়েনা। স্বাভাবিকভাবে উর্বর মাটিতে এসব ফসলের ফলনও ভালো হয়। ফলে একদিকে যেমন কৃষকরা বাড়তি আয় করছেন, অন্যদিকে পতিত জমিগুলোও কাজে লাগানো হচ্ছে।

বদলগাছি উপজেলা কৃষি বিভাগ জানান,  মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় কৃষকদের । আগামীতে এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

কৃষকদের রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন সবজি সহ নানা ধরনের ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে এমনটাই বলেন কৃষি উপসহকারি কর্মকর্তা ।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, “কৃষি উপসহকারি কর্মকর্তাদের পরামর্শ আর স্থানীয় কৃষকদের উদ্যোগে বদলগাছি উপজেলার পতিত জমিগুলো এখন সবুজে ভরে উঠেছে। ফলে এ উদ্যোগ স্থানীয় কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে, যা দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।”


Share: