Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / আঞ্চলিক / এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা - Chief TV

এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  43 views
এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা - Chief TV

আলিম পরীক্ষার ফলাফলে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা আবারও অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। মোট ২৬৬ শিক্ষার্থী অংশ নেন, যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৬২ জন এবং সাধারণ বিভাগে ২০৪ জন। এদের মধ্যে ২৬২ জন কৃতকার্য হয়েছে। ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন, এ গ্রেড পেয়েছেন ১০৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ, আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৪০.২২ শতাংশ। এই সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন,

“দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, সেমিস্টারভিত্তিক পরীক্ষা, নিয়মিত ক্লাসটেস্ট ও ফিডব্যাক, অভিভাবক সম্মেলন এবং আবাসিক শিক্ষার্থীদের মনিটরিং আমাদের ধারাবাহিক সাফল্যের মূল কারণ। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার কারণে এই গৌরব সম্ভব হয়েছে। আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞ।”

উল্লেখ্য, ১৯৫০ সালে ওলিয়ে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. কর্তৃক প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে মাদরাসায় দাখিল, আলিম, ফাজিল ও কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) সহ অনার্স-মাস্টার্স পর্যায়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।


Share: