Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১ - Chief TV

চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১ - Chief TV

2025-09-08  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি:  23 views
চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১ - Chief TV

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ জন সেনা সদস্য অংশ নেন।

প্রথমে সেনা সদস্যরা লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোয়া হাট এলাকায় মৃত সোলেমানের ছেলে মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালান।

তবে সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। পরে ৮নং ওয়ার্ডের গোপালঘাটা এলাকায় মুক্তিযোদ্ধা নেসারুল হকের ছেলে মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে একটি চায়না পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি,১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু এ্যামো, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ,৩টি চাকু, ১টি চেইন, ১টি রাবার স্টিক,২টি ডকার, ২টি সিমকার্ড, ১টি পয়েন্ট টুটু, ২টি মদের বোতল।

অভিযান শেষে আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর হয় বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।


Share: