Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / জুলাই শহিদের বাড়িতে আগুন - Chief TV

জুলাই শহিদের বাড়িতে আগুন - Chief TV

2025-12-15  ডেস্ক রিপোর্ট  37 views
জুলাই শহিদের বাড়িতে আগুন - Chief TV

নরসিংদীর পলাশ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ইমনের বাড়ির খরের গাধায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আরও তিনটি বাড়ির খড়ের গাধায় আগুন দেয়া হয়। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শহিদ ইমনের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে দুর্বৃত্তরা প্রথমে হিরম মিয়ার বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায়ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মসজিদের মাইকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন। পর পর তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্কের বিরাজ করছে। খবর পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনাটি জানার পর আমি নিজে ঘটনাস্থলে যাই। এবিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে এবং ইমনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


Share: