
রোববার (১১ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, অধীনস্থ সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ড কোথাও পরিচালিত না হয়।
ডিআইজি আরও বলেন, “যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
পুলিশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রেজাউল করিম বলেন, “ঢাকা রেঞ্জের আওতাভুক্ত থানাগুলো জনগণের জন্য হবে সেবাকেন্দ্র। আমরা থানাকে ‘First Responder’ হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আরও জানান, সাধারণ মানুষ যেন থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে পারে, সে ব্যবস্থা থাকছে। এজন্য সাংবাদিকদের সহায়তা চান তিনি।
অপরদিকে, নিষিদ্ধ সংগঠন নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় রয়েছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন বিষয়ে কোনো তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”