Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / রাজনীতি / ডাকসুর ভোট গণনা বিলম্বের কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা - Chief TV

ডাকসুর ভোট গণনা বিলম্বের কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা - Chief TV

2025-09-09  সম্পাদক  22 views
ডাকসুর ভোট গণনা বিলম্বের কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা - Chief TV

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দেরির কারণ ব্যাখ্যা করেছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার পর সাংবাদিকদের তিনি জানান, এই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ব্যালট যাচাই–বাছাই (স্ক্যানিং) করা হচ্ছে এবং ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির স্ক্যানিং সম্পন্ন হয়েছে। তবে এখনো ভোট গণনা শুরু হয়নি।

তিনি বলেন, “আমরা হল সংসদের ব্যালট স্ক্যানিং শেষ করেছি, কিন্তু কাউন্টিংয়ে (গণনা) যাইনি। ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির কাজ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। প্রযুক্তি দায়িত্বে থাকা কর্মকর্তাদের মতে, পুরো প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে, সম্ভবত মাঝরাত পেরিয়ে যেতে পারে।”

এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো একত্র করা হয়। শিক্ষার্থীদের ছয় ধরনের ব্যালট দেওয়া হয়েছিল— ভিপি ও জিএস, এজিএস, সম্পাদক পদ এবং সদস্য পদে ভোট দেওয়ার জন্য।

অধ্যাপক শামীম রেজা আরও বলেন, “এটা কোনো টেকনিক্যাল এরর নয়। সাধারণত এ ধরনের ক্ষেত্রে প্রথমে টেস্ট রান করা হয়, তারপর ম্যানুয়ালি মেলানো হয়। এরপর প্রযুক্তিগতভাবে বারবার যাচাই করা হয় সঠিকতা নিশ্চিত করতে।”

তিনি জানান, বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পর সব ব্যালট বাক্স কেন্দ্রীয় স্থানে আনা হয়, যা করতে সন্ধ্যা পাঁচটার পর সময় লেগেছে। এরপর ব্যালটগুলো প্রক্রিয়াজাত ও বাছাই করতে দীর্ঘ সময় যাচ্ছে, কারণ এগুলো একরকম নয়, বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা।


Share: