
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বোয়ালিয়ায় বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক শফিউল হক স্মৃতি ফুটবল টূর্নামেন্টে বোয়ালিয়া একাডেমি বনাম বীরকান্দা একাদশ নরসিংদির মধ্যকার ১ম রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ সেপ্টেম্বর) বিকালে বোয়ালিয়া সমাজ কল্যাণ ক্রীড়া পরিষদের আয়োজনে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ আতিকুর রহমান সুমন।
এসময় প্রধান মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ আতিকুর রহমান সুমন বলেন,যুব সমাজকে মাদক,জুয়া ও ইভটিজিং থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।তাই আমাদের উচিত এদেশের উন্নয়নে যুব সমাজ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।আমি মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যেই প্রচার-প্রচারণা চালাচ্ছি।আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মুমুরদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল হাসান,বোয়ালিয়া সমাজ কল্যাণ ক্রীড়া পরিষদের সভাপতি আব্দুল হামিদ মেম্বার,রইচ উদ্দিন,মোকাররম হোসেন লিটন,শাহ মোঃ আকবর ও খাইকুল ইসলাম লিটন প্রমূখ।