Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / আঞ্চলিক / কখন আসছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়ায় - Chief TV

কখন আসছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়ায় - Chief TV

2025-09-06  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:  323 views
কখন আসছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়ায় - Chief TV

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া যেন প্রকৃতির এক অপার লীলাভূমি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ জনপদে দাঁড়ালেই চোখে পড়ে দৃষ্টিনন্দন দৃশ্য। আর সেই দৃশ্যের সেরা আকর্ষণ হচ্ছে হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

ঠিক মসজিদের মাইকে আজান শেষে সকালের প্রথম প্রহর থেকে সন্ধ্যার শেষ আলো পর্যন্ত তেঁতুলিয়ার আকাশে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার ঝলমলে রূপ। কখনো সাদা বরফে ঢাকা শৃঙ্গ, কখনো বা সূর্যের আলোয় সোনালি আভা ছড়িয়ে দেয় প্রকৃতিকে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই তেতুলিয়ায়, ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। স্থানীয়রাও প্রতিনিয়ত নতুন আনন্দ খুঁজে পান এই মহিমান্বিত দৃশ্যের মাঝে।

প্রকৃতির অনন্য সৌন্দর্যের টানে তেঁতুলিয়া এখন পর্যটকদের প্রথম পছন্দের জায়গাগুলোর একটি। বিশেষ করে শীত মৌসুমে আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মেলে সবচেয়ে বেশি। চারপাশের চা-বাগান, নদীর প্রাকৃতিক  আবহওয়া করে তুলেছে আরও আকর্ষণীয়।

তেঁতুলিয়ার মানুষের বিশ্বাস—প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই জনপদকে। আর তাই অনেকেই বলেন, "বাংলাদেশের কক্সবাজার যদি সমুদ্রের সৌন্দর্যে ভরপুর হয়, তবে তেঁতুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে অনন্য।


Share: