Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / শেরপুরে জামিনের পর ফের জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল - Chief TV

শেরপুরে জামিনের পর ফের জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল - Chief TV

2025-09-10  সম্পাদক  74 views
শেরপুরে জামিনের পর ফের জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল - Chief TV

শাওন আহাম্মেদ
শেরপুর শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়।

সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে কঠোর নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক রেজাউল ইসলাম খান বলেন, তাকে থানা পুলিশ আটক করেছে। আমরা সাথে থেকে সহায়তা করেছি।


Share: