Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / বকশীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর - Chief TV

বকশীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর - Chief TV

2025-07-29  সম্পাদক  85 views
বকশীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর - Chief TV

মোঃ ইমরান আকন্দ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টিম বকশীগঞ্জ থানা কর্তৃক হারানো ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল থানা পুলিশ।

বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেন সাইফুল ইসলাম সাইফ অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ সার্কেল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে থানার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বকশীগঞ্জ থানায় মোবাইল হারানোর জিডি হয় এই জিডি নিয়ে নিয়মিত কাজ করেন পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য।

তিনি জানান, বিভিন্ন সময় চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়ে থাকে। এক্ষেত্রে চোরকে ধরা না গেলেও মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে। তবে চোর ধরার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরও লোকজনের কথায় জিডি করি। আজ বকশীগঞ্জ পুলিশের আন্তরিকতায় ফোনটি ফিরে পেলাম। খুবই ভালো লাগছে পুলিশের এ ধরনের ভালো কাজ দেখে। কৃতজ্ঞতা জানাই বকশীগঞ্জ থানা পুলিশকে।

মোবাইল ফোন হস্তান্তরের সময় সাইফুল ইসলাম সাইফ (অতিরিক্ত পুলিশ সুপার) দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ সার্কেল, বকশীগঞ্জ থানার অফিসার

ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, এসআই মনজুরুল ও   এএআই মুস্তাক সহ বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


Share: