Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
হোম / শিক্ষা / নটর ডেম কলেজে দারুণ ফলাফল: পাসের হার ৯৯.৬০ শতাংশ - Chief TV

নটর ডেম কলেজে দারুণ ফলাফল: পাসের হার ৯৯.৬০ শতাংশ - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  54 views
নটর ডেম কলেজে দারুণ ফলাফল: পাসের হার ৯৯.৬০ শতাংশ - Chief TV

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজধানীর নটর ডেম কলেজ আবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এবারে কলেজটি থেকে মোট ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২ হাজার ৪৫৪ জন অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। ফলে কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর থেকেই কলেজ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়। আনন্দে ভরে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মুখ।


ফলাফল জানতে কলেজে আসা অভিভাবক মবিনুর রহমান মামুন বলেন, “আমার ছেলে আলভি রহমান জিপিএ–৫ পেয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের পরিবারের বড় একটি স্বপ্ন আজ বাস্তব হয়েছে। 
ওর ইচ্ছা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে পড়বে। আমরা চাই, সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক।”


নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, “অন্যান্য বছরের মতো এবারও আমাদের কলেজের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। যদিও সারাদেশে পাসের হার কিছুটা কমেছে, তবে তার প্রভাব নটর ডেম কলেজে পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। সামগ্রিক ফলাফলে আমরা খুবই সন্তুষ্ট।”
 


Share: