বগুড়ার ধুনট উপজেলার মাজবাড়ী অ্যাফায়ার ইয়াং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মেগা ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় শেরপুর ফুটবল একাদশ ও ধুনট নিমগাছী ফুটবল একাদশ। রোমাঞ্চকর এই প্রতিদ্বন্দ্বিতায় শেরপুর একাদশকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধুনট নিমগাছী ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ আত্রাই থানার সাবেক ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান টুকু।
এসময় আরোও উপস্থিত ছিলেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, মিরাজাত হোসেন, মুকুল পাইকার, উস্তম আলী সরদার, দৌলতজামাল, শ্রী প্রদীপ চন্দ্র সরকার, আতিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মুন্নু মিয়া।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।