Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় টিএমএসএস'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজয় মেলা অনুষ্ঠিত - Chief TV

বগুড়ায় টিএমএসএস'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজয় মেলা অনুষ্ঠিত - Chief TV

2025-12-16  ডেস্ক রিপোর্ট  34 views
বগুড়ায় টিএমএসএস'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজয় মেলা অনুষ্ঠিত - Chief TV

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বগুড়ায় টিএমএসএস আইইএস সেক্টর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে মঙ্গলবার এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।

সেক্টর প্রধান ড. নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং পরিদর্শক ড. মমতাজ বানু।

এছাড়াও দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরামর্শক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, পরিচালক মোঃ মাহাবুবর রহমান, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার অধ্যক্ষ ডা. মো. খোরশেদ আলম, অধ্যক্ষ মোঃ শাহ জালাল, অধ্যক্ষ মুসতা-নূর-সুলতানা, অধ্যক্ষ ইঞ্জি: মো: ওবায়দুল্লাহ আল মাহমুদ এবং যুগ্ম পরিচালক মোঃ আলমগীর হোসেন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ আয়ুর্বেদিক এবং এমবিবিএস চিকিৎসকগন বিনামূল্যে হাপানি, জন্ডিস, চর্ম ও যৌন রোগ, গাইনি, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন স্থানীয় বাসিন্দা ছাড়াও নিরাপত্তাকর্মী, গৃহকর্মী, দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষজন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। বিজয় মেলায় দর্শনার্থীদের জন্য তথ্য কেন্দ্র, আয়ুর্বেদিক ঔষধ প্রদর্শনী, চিকিৎসা প্রদান স্টল, হ্যান্ডিক্রাফট স্টল, বিভিন্ন নামকরা ঔষধ কোম্পানির স্টল, ভেজষ গাছ, পিঠার স্টলসহ নানা আয়োজন করা হয়।

উদ্বোধনী সভা পরবর্তী এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে "আয়ু-দর্শন" নামে ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহারও তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আন্তঃ টেকনোলজি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও সম্মাননা স্মারক প্রদান করা হয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি হয়।


Share: