Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / বিনোদন / গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলায় চার্জশিট দাখিল - Chief TV

গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলায় চার্জশিট দাখিল - Chief TV

2025-12-15  ডেস্ক রিপোর্ট  51 views
গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলায় চার্জশিট দাখিল - Chief TV

‎বাসায় আটকে রেখে ইডেন কলেজছাত্রীকে ধর্ষণ করার অভিযোগের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক এসআই মুরাদ হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেছেন। যা সোমবার (১৫ ডিসেম্বর) জানা গেছে। আগামী ২৮ ডিসেম্বর আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হবে।

‎নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ বলেন, মামলার পর বাদীকে নোবেল বিয়ে করেছেন। তাঁরা সংসার করছেন। তাই এই চার্জশিটে সমস্যা হবে না

‎গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন ইডেন কলেজের ওই ছাত্রী। নোবেলকে গ্রেপ্তার করার পর কারাগারে পাঠানো হলে বিয়ের শর্তে তিনি জামিন পান। গত ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে ১০ লাখ টাকা দেনমোহরে নোবেল ওই ছাত্রীকে বিয়ে করেন।

‎মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় নোবেলের। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাঁর স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীকে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে আটকে রাখেন, মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। এরপর ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। কথামতো না চললে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখান নোবেল।

‎অভিযোগে বলা হয়, ওই তরুণীকে ছয় মাস ধরে ডেমরার ওই বাসায় আটকে রাখা হয়, মারধর করা হতো প্রায়ই। দু-তিন জনের সহায়তায় বাদীকে চুল ধরে টেনেহিঁচড়ে একটি কক্ষে আটকে রাখেন নোবেল। ওই ঘটনার ভিডিও ছড়ালে বাদীর বাবা-মা তাকে চিনতে পারেন। এরপর পরিবার পুলিশের সহায়তায় তাকে ১৯ মে উদ্ধার করে এবং পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।

‎অভিযোগপত্রে বলা হয়, নোবেল বাদীকে আটক রেখে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। বাসায় না থাকলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময়ে তাঁকে মারপিট করেছেন।

‎অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি নোবেল জামিনে আছেন।


Share: