Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / বিনোদন / বছরের আলোচিত অভিনেতারা - Chief TV

বছরের আলোচিত অভিনেতারা - Chief TV

2025-12-15  ডেস্ক রিপোর্ট  37 views
বছরের আলোচিত অভিনেতারা - Chief TV

বছর শেষের দিকে। এর মধ্যে শুরু হয়েছে সারাবছর কে কী করল তার হিসাব-নিকাশ। বিনোদনের তারকারও ফিরে দেখছেন তাদের কাজগুলো। সাধারণ মানুষের কাছে তারা আলোচনায় ছিলেন কোন কাজ নিয়ে? আমাদের আজকের আয়োজন বছরের আলোচিত অভিনেতাদের নিয়ে। 

শাকিব খান (বরবাদ ও তাণ্ডব)

অন্য বছরের মতো চলতি বছরও আলোচনার শীর্ষে তিনি। তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে এ বছর। ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। ‘বরবাদ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। সেই সঙ্গে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার অভিনয়ের প্রশংসা করেছেন একবাক্যে সবাই। এ ছাড়া তার ‘তাণ্ডব’ সিনেমাটিও দর্শকদের মন কেড়েছে। বছরের শেষে এসে ‘সোলজার’ সিনেমার শুটিং করছেন। এখানেও তাকে নতুন লুক-এ দেখতে পাবেন দর্শকরা। বছর শেষে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েও চমক দেখিয়েছেন শাকিব খান।

জাহিদ হাসান (উৎসব ও আমলনামা)

ক্যারিয়ারে অনেক প্রশংসিত নাটকে অভিনয় করেছেন। নাটকে সরব থাকলেও এ বছর সিনেমায় তিনি চমক দেখিয়েছেন বিরতির পর। চলতি বছর তার অভিনয়ের জাদু এবং চমক দেখেছেন দর্শকরা। ‘উৎসব’ সিনেমাটি এ বছর দারুণ ব্যবসাসফল হয়েছে। এই সিনেমায় তার অভিনয় প্রশংসায় ভেসেছে। নতুন করে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সিনেমার বাইরে ‘আমলনামা’ নামের একটি ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয় করেছেন।

আফরান নিশো (দাগি ও দম)

কম সিনেমা করেও আলোচনায় আছেন। এতেই বোঝা যায়, সংখ্যার চেয়ে দর্শকরা মানসম্পন্ন কাজই বেশি পছন্দ করেন। ‘দাগি’ সিনেমা দিয়ে চলতি বছর আফরান নিশো তার ভক্তদের সামনে হাজির হয়েছেন। ‘সুড়ঙ্গ’র পর ‘দাগি’ দিয়েও চমক দেখিয়েছেন। ‘একেএ’ নামের তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এ বছর। বছরের শেষে এসে এই অভিনেতা কাজাখস্তানে আছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। ‘দম’ পরিচালনা করছেন রেদোয়ান রনি। সিনেমাপাড়ায় শোনা যাচ্ছে, ‘দম’ সিনেমা দিয়ে আফরান নিশো ফের জ্বলে উঠবেন।

সিয়াম আহমেদ (জংলি ও আন্ধার)

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যতগুলো সিনেমা করেছেন সবই আলোচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর তার অভিনীত নতুন সিনেমা ‘জংলি’ ব্যবসাসফল হয়েছে। সিয়াম আহমেদের অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। বিশেষ করে নতুন লুক নিয়ে পর্দায় এসেছেন তিনি। ‘আন্ধার’ নামে নতুন একটি সিনেমা করেছেন। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। আরও একটি নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।

চঞ্চল চৌধুরী (উৎসব ও দম)

থিয়েটারে অভিনয় শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক করেছেন। ওটিটিতেও সরব। আবার চলচ্চিত্রে দিয়েছেন মেধার প্রমাণ। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। ‘উৎসব’ সিনেমা দিয়ে চঞ্চল চৌধুরী আলোচিত হয়েছেন। বছর শেষে তিনি ‘দম’ সিনেমার শুটিং করছেন দেশের বাইরে। চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় সিনেমায়ও।

ফজলুর রহমান বাবু (ইনসাফ)

বছরজুড়েই তার সরব উপস্থিতি ছিল। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ইনসাফ’ সিনেমায় সৎ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে। তিনি ছিলেন গল্পের নায়ক শরীফুল রাজের বাবা। ছেলে অপরাধে যুক্ত হলে সততার কারণে তিনি ছেলের কাছ থেকে দূরে চলে যান। এই চরিত্রের অসহায়ত্ব, সন্তানের জন্য আকুতি ছুঁয়ে গেছে দর্শকদের। বাবা-ছেলের সম্পর্কটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার কারণে চরিত্রটি দর্শকদের মনে গেঁথে যায়।

ইরেশ যাকের (বাড়ির নাম শাহানা)

বাড়ির নাম শাহানা সিনেমায় এক ব্যতিক্রমী চরিত্র ছিল সুখময় হালদার। চরিত্রটি ছিল সিনেমার মূল চরিত্র দীপাকে প্রেরণা জোগানোর, যা যথাযথভাবে করতে পেরেছেন ইরেশ। সুখময়ের স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে সে জীবন নিয়ে ভাবতে থাকে। মনে একসময় ভালোবাসা দোলা দেয়। কিন্তু সে কথা অব্যক্তই থেকে যায়।

ইন্তেখাব দিনার (বরবাদ ও উৎসব)

চলতি বছর প্রথমবারের মতো তাকে দেখা যায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে। তার চরিত্রের নাম ছিল শিহাব। শাকিব খানের মামার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। চরিত্রে সাধারণ থেকে হঠাৎ ‘অন্য রকম’ হয়ে ওঠে। শেষে দর্শকদের চমকে দেয় শিহাব। চরিত্রটি সিনেমাকে আরও বেশি গতি এনে দেয়। এই সিনেমা ছাড়াও চলতি বছর ‘উৎসব’, ‘চক্কর ৩০২’ সিনেমাগুলো দিয়েও নজর কেড়েছেন এই অভিনেতা।

রাজীব সালেহীন (‘দাগি’)

‘দাগি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন রাজীব সালেহীন। তার চরিত্রের নাম ছিল বাবু। পরিচালক শিহাব শাহীন ও অভিনেতা আফরান নিশো চরিত্র তৈরিতে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। সহশিল্পী নিশোর কাছ থেকে শেখার চেষ্টা করেছেন।


Share: