Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / শিক্ষা / দশম গ্রেডে উন্নীত হলেন ৬৫ হাজার শিক্ষক - Chief TV

দশম গ্রেডে উন্নীত হলেন ৬৫ হাজার শিক্ষক - Chief TV

2025-07-28  সম্পাদক  66 views
দশম গ্রেডে উন্নীত হলেন ৬৫ হাজার শিক্ষক - Chief TV

ঢাকা, ২৮ জুলাই ২০২৫:
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে বেতন স্কেলে উন্নীত করেছে সরকার। এ সিদ্ধান্তকে শিক্ষক সমাজের জন্য এক “যুগান্তকারী অগ্রগতি” হিসেবে অভিহিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, এই পদক্ষেপ প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের সেই রায়ের ভিত্তিতে সার্বিক পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেড থেকে উন্নীত করে দশম গ্রেডে উন্নীত করার।

সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—

“শিক্ষকগণ জাতি গঠনের মূল কারিগর। তাঁদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য অপরিহার্য। দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে।”

এই সিদ্ধান্তে দেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আশা করা হচ্ছে, বেতন গ্রেড উন্নীত হওয়ায় প্রধান শিক্ষকরা আরও সৃজনশীল, দায়বদ্ধ ও উৎসাহী হয়ে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও গতিশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

বিজ্ঞপ্তিতে সরকার আশা প্রকাশ করেছে, প্রধান শিক্ষকরা সহকর্মী, অভিভাবক ও সমাজের সব স্তরের অংশীজনের সহযোগিতায় প্রাথমিক শিক্ষাকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করবেন।


Share: