Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / রাজনীতি / হাদিকে গুলির ঘটনায় আটক আরও দুইজন - Chief TV

হাদিকে গুলির ঘটনায় আটক আরও দুইজন - Chief TV

2025-12-15  ডেস্ক রিপোর্ট  41 views
হাদিকে গুলির ঘটনায় আটক আরও দুইজন - Chief TV

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হলো।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে দুই আক্রমণকারী তার ওপর গুলি চালায়। হাদি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।

পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে পাচারকারী চক্রের দুই সদস্য, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক,অপর এক নারী রয়েছে। 


Share: