সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ মাসফিকা হোসেন, সঞ্চালনা করেন,মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। উপজেলা মৎস্য অফিসার ইলোরা ইয়াসমিন।উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকে জাতিকে মেধাশূন্য করার একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, পাকিস্তানিদের ভয় সত্ত্বেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। জাতির এসব সূর্য সন্তানদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।