বৈধ পন্থায় অবৈধ কারবার সম্পাদন করছেন বাংলাদেশ রেলওয়ের পাবর্তীপুর কাচারী-৮ এর কানুনগো। আর এজন্য মোটা অংকের অর্থের লেনদেনও হয়েছে। সেই সুযোগে সৈয়দপুরের এক সেচ্ছাসেবকলীগ নেতা এবার রেলওয়ের বাংলো সংলগ্ন ফাঁকা জায়গা দখল করছেন। দখল সম্পন্ন হলে সেই জায়গা লিজ লাইসেন্স করে দিবেন কানুনগো, বলে জানা গেছে। প্রায় ২ লাখ টাকা চুক্তিতে এই কার্য সম্পাদন করা হবে। যার অগ্রীম হিসেবে ইতোমধ্যে ১ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্ত