Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / বিনোদন / তৃণমূলে যাচ্ছেন শ্রাবন্তী? রাজনীতিতে ফেরার ইঙ্গিত অভিনেত্রীর - Chief TV

তৃণমূলে যাচ্ছেন শ্রাবন্তী? রাজনীতিতে ফেরার ইঙ্গিত অভিনেত্রীর - Chief TV

2025-07-29  সম্পাদক  54 views
তৃণমূলে যাচ্ছেন শ্রাবন্তী? রাজনীতিতে ফেরার ইঙ্গিত অভিনেত্রীর - Chief TV

বিনোদন ডেস্কঃ

আবারও রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার তিনি বিজেপির হয়ে নয়, বরং শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্যানারে লড়াইয়ে নামতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। সদ্য অনুষ্ঠিত শহীদ দিবসের তৃণমূলের কর্মসূচিতে তার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরদার করেছে। ফলে সবার মনে একটাই প্রশ্ন—তৃণমূলে কি এবার যোগ দিচ্ছেন শ্রাবন্তী?

এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘‘এখনই কিছু বলা যাচ্ছে না। তবে সময় এলে যদি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব। আমি এখনও রাজনীতির পুরোটা বুঝে উঠতে পারিনি। তাই না বুঝে কিছু করা উচিত নয়।’’

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব, কিন্তু তা হয়নি। তবে হারার জন্যই বিজেপি ছাড়িনি। অভিজ্ঞতা ভাল না হওয়ায় আমি নিজেই সরে দাঁড়াই।”

নিজের এলাকা বেহালা পশ্চিম নিয়ে আবেগ প্রকাশ করে তিনি বলেন, “ওখানেই আমার বাড়ি, আমি নিজে সেখানেই ভোট দিই। এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ব আছে। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিলে সেটা আবেগে নয়, পূর্ণ বোঝাপড়ার ভিত্তিতেই নেব।”

শুধু শ্রাবন্তী নন, এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেছেন আরও কয়েকজন টালিউড তারকা—রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র এবং সোহেল দত্ত।

এদিকে রাজনীতির পাশাপাশি শ্রাবন্তী সিনেমার কাজেও ব্যস্ত রয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে তার অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরাণী’। এতে শ্রাবন্তী থাকছেন কেন্দ্রীয় চরিত্রে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে ভবানী পাঠকের ভূমিকায়।


Share: