Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / ১৫ সেকেন্ডে ১৩ টি আঘাত করে ম্যানেজারকে খুন করা রতন গ্রেফতার - Chief TV

১৫ সেকেন্ডে ১৩ টি আঘাত করে ম্যানেজারকে খুন করা রতন গ্রেফতার - Chief TV

2025-09-07  সম্পাদক  62 views
১৫ সেকেন্ডে ১৩ টি আঘাত করে ম্যানেজারকে খুন করা রতন গ্রেফতার - Chief TV

চিফ টিভি ডেস্ক:
বগুড়ার দত্তবাড়ীতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক দুর্বৃত্ত। অভিযোগ অনুযায়ী, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে সহকর্মীকে হত্যা করেছে তরুণ রতন। নিহতের সঙ্গে রতনের পূর্বেকার কলহ বা তেল চুরির মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব ও ডিবির তৎপরতার ফলে অভিযুক্ত রতনকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।

স্থানীয়রা বলেন, এ ধরনের হত্যাকান্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। রতনের হাতে নিহতের রক্তমাখা পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করছে ঘটনার তীব্রতা।

ডিবি কর্মকর্তা জানান, হত্যার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য-প্রমাণও সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share: