Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / রাজনীতি / ২৩২ আসনে বিএনপি প্রার্থী যারা- Chief TV

২৩২ আসনে বিএনপি প্রার্থী যারা- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  28 views
২৩২ আসনে বিএনপি প্রার্থী যারা- Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় বলে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিচ্ছি। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের দাবি অনুযায়ী যেসব আসনে তারা প্রার্থী দিতে চান, সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা সেসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।”

ঘোষিত তালিকা অনুযায়ী—

দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
ভোলা-৩ আসনে প্রার্থী হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নপত্র পরবর্তী সময়ে জেলা পর্যায়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে।


Share: