Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / রাজনীতি / ঢাকার যে আসনে নির্বাচনে দাঁড়াতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ- Chief TV

ঢাকার যে আসনে নির্বাচনে দাঁড়াতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ- Chief TV

2025-11-04  ডেস্ক রিপোর্ট  26 views
ঢাকার যে আসনে নির্বাচনে দাঁড়াতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ- Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অংশ নিলে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো।”

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি বলেন,

“২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।”

এছাড়া ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন,

“যাদেরই রাজনীতি ও নির্বাচন করার ইচ্ছা আছে, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত। আমি নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে সিদ্ধান্ত নিলে অবশ্যই তফসিলের আগে পদ ছাড়বো।”

এনসিপিতে যোগ দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন না। আমি পদত্যাগ করলে নানান বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে** তফসিল ঘোষণা করতে পারে **নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে, এছাড়াও এনসিপির কয়েকটি আসনের প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ পেয়েছে।


Share: