Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ: ইউএনও শাজাহানপুর - Chief TV

বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ: ইউএনও শাজাহানপুর - Chief TV

2025-08-02  সম্পাদক  57 views
বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ:  ইউএনও শাজাহানপুর - Chief TV

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ১৮ বছরের কম বয়সি এক কিশোরীর বাল্য বিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ১লা আগস্ট শুক্রবার উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করে ওই কিশোরীর পরিবার। এ ঘটনায় গোপনে গ্রামের সচেতন মহলের ব্যক্তিরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের সহায়তায় ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দেন শাজাহানপুর উপজেলা প্রশাসন।

এবিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, ‘বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এক কিশোরীর  বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এসময় ওই কিশোরীর অভিভাবক কে সচেতন করা হয়েছে এবং তাকে জানানো হয়েছে ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এমন শর্তে ওই মেয়ের বাবার মুচলেকাও নেওয়া হয়েছে।


Share: