পরবর্তী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞এর ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ❝ ২০০তম (মেগা বিশেষ ক্যাম্পেইন) বৃক্ষরোপন কর্মসূচি❞ সফলভাবে সম্পন্ন হয়।
আজ শুক্রবার ৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সারাদেশ ১৯৯ তম বিশেষ ক্যাম্পেইন শেষে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞ এর ময়মনসিংহ জেলার ❝ফুলপুর উপজেলা❞ শাখার উদ্যোগে ❝২০০ তম (মেগা বিশেষ ক্যাম্পেইন) বৃক্ষরোপন কর্মসূচি❞ এর আয়োজন করে। এই ক্যাম্পেইনটির মাধ্যমে ফুলপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং দরিদ্রদের মাঝে ২৫০ টির অধিক বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপণ ও বিতরণ করা হয়।পাশাপাশি মানুষ কে গাছ লাগানোর উপকারিতা এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্বি নিয়ে আলোচনা করা হয়।
ক্যাম্পেইনটিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম ইমন, বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক ইয়াসিন আরাফাত, বিভাগীয় যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আনোয়ার হোসেন, বিভাগীয় ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক বরকত উল্লাহ, এবং ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা, শেরপুর জেলা ও ফুলপুর উপজেলা এবং অন্যান্য টিমের দায়িত্বশীল এবং সাধারণ স্বেচ্ছাসেবীরা উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলো এবং সুন্দর ভাবে সফল করে। এই কার্যক্রমে স্থানীয় সমাজের তরুণরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখান।
ক্যাম্পেইনের শেষে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞ এর সদস্যরা জানান, তাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য রক্তদানের সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং জরুরী মহুহুর্তে মূমুর্ষ রোগীদের রক্তের যোগান দেওয়া হলেও এর পাশাপাশি তারা বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, হাসিমুখ কর্মসূচি,খাদ্য বিতরণ সহ দুর্যোগ কালীন সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করে আসছে। তাদের এই কার্যক্রম ধরে রাখতে চায় এবং বৃহৎ পরিসরে পরিচালনা করতে চায়।