
মো: এ কে নোমান, নওগাঁ:
অভূতপূর্ব এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো নওগাঁর ধামইরহাট। রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সফল এবং জেলার গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে বিদায় জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করলেন এক অনন্য আয়োজন। জীবনের দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে অবসরে গমনকালে তাকে বিদায় জানানো হলো হাতির পিঠে চড়িয়ে। এই বিরল দৃশ্য একনজর দেখতে বিদ্যালয়ের সামনে ও আশপাশে ভিড় জমায় হাজারো মানুষ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পরিবেশ আন্দোলন বাপা'র সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা সংগঠনের নেতা রাসেল মাহমুদ ও শাকিল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, খেলাল ই রব্বানী শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন অভিভাবক, পথপ্রদর্শক এবং শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর। তার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিন শুধুমাত্র প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী নন, তার সঙ্গে সহকারী শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম এবং অফিস সহকারী আব্দুস সাত্তারকেও সম্মাননা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রীতে ভরে ওঠে বিদায়ের আসর।
সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়িয়ে বের করেন। এরপর পুরো বাজার প্রদক্ষিণ শেষে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে, ফুল ছড়িয়ে এবং স্লোগানে স্লোগানে প্রিয় শিক্ষককে বিদায় জানান।
দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এস এম খেলাল ই রব্বানীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা ধামইরহাটে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন।
শিক্ষার্থীরা বলেন, “স্যার ছিলেন আমাদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও মানবিকতা আমাদের সারাজীবন পথ দেখাবে।”
বিদায়ের মুহূর্তে চোখ ভেজে ওঠে শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। অনেকে বলেন, প্রধান শিক্ষক খেলাল ই রব্বানীর শিক্ষা ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলবে। ধামইরহাটবাসীর স্মৃতিতে এই বিদায় চিরকাল অম্লান হয়ে থাকবে।