Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প - Chief TV

ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প - Chief TV

2025-12-07  ডেস্ক রিপোর্ট  43 views
ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প - Chief TV

সুদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা চালু করেছে কর্জে হাসানা প্রকল্প। বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা সায়েদ মুনতাসীরের সার্বিক সহায়তায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলসংলগ্ন মসজিদে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী। উপস্থিত ছিলেন কর্জে হাসানা প্রকল্পের পরিচালক সায়েম হোসেন, সহপরিচালক মানিক রহমানসহ আরও অনেকে।

ইসলামী শরিয়া অনুসারে কোনো ধরনের সুদ ছাড়াই শিক্ষার্থীদের কর্জ প্রদান এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের আওতায় বিভাগীয় পরীক্ষার ফি, অসুস্থতা বা বিভিন্ন সমস্যায় পড়া শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি ঋণ দেওয়া হবে।

প্রকল্পের পরিচালক ও ইবি শিক্ষার্থী সায়েম হোসেন জানান, কর্জে হাসানার ধারণাটি এসেছে পাকিস্তানের একটি ওয়েলফেয়ার সংগঠন আখুওয়াত ফাউন্ডেশন থেকে। ক্যাপিটালিজম ও সোশ্যালিজমের তুলনামূলক পড়াশোনা করতে গিয়ে তিনি সহমর্মিতাপূর্ণ অর্থনীতি ধারণার সাথে পরিচিত হন। আখুওয়াত ফাউন্ডেশনের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম তাকে অনুপ্রাণিত করে। বড় ভাইসম শিক্ষক সাঈদ মুনতাসীরের আর্থিক সহায়তায় এবং লাইট অব কোরআনের তত্ত্বাবধানে এই প্রকল্পের সূচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে একটি সম্পূর্ণ সুদমুক্ত সমাজ গঠনই আমাদের স্বপ্ন যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মতো কোনো সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো এনজিও থেকে সহায়তা নিতে না হয়, সেই ব্যবস্থা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি।


Share: